পোর্তোতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মাথায় ও নাকে আঘাত নিয়ে মাঠ ছেড়েছিলেন কেভিন ডি ব্রুইন। এদিকে আগামী ১১ জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। আর পরের দিনই রাশিয়ার সঙ্গে বেলজিয়ামের খেলা। এই ম্যাচে অনিশ্চিত হয়ে গেলেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে। মাঠে আঘাতপ্রাপ্ত হন ডি ব্রুইন। এরপর মাঠ ছেড়ে যান। যাওয়ার সময় কান্নায় ভেঙে পরেন তিনি। পরীক্ষা করে দেখা গেছে নাক ভেঙে গেছে। বাঁ-চোখের পাশেই সমস্যা হয়েছে। এদিকে দেশের হয়ে খেলার ডাক পেয়েছেন। পূর্ণ ফিট না হলে অবশ্য খেলতে পারবেন না তিনি।
অবশ্য ডি ব্রুইন সেই ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী। সেন্ট পিটার্সবার্গে রয়েছে খেলাটি।