উইম্বলডনে আজ পুরুষ এককে লড়াই জকোভিচ ও আলকারেজের

নারী এককে চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ১০:৫৮ এএম

নারী এককে চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা

চমক দেখালেন মার্কেতা ভন্দ্রোসোভা। প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছেই অর্জন করেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। উনস জাবেউরকে সরাসরি সেটে হারিয়ে নিজের করে নিয়েছেন উইম্বলডন শিরোপা।

শনিবার নারী এককের ফাইনাল লড়াইয়ে তিউনিশিয়ার উনস জাবেউরকে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারান ভন্দ্রোসোভা। প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। 
এদিকে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্লডন শুরু হবার আগে থেকেই এবার ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা আলকারেজ ও সাবেক শীর্ষ তারকা নোভাক জকোভিচের সম্ভাব্য দ্বৈরথ নিয়ে টেনিস বিশ্বের একটি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ  করেছেন জকো-আলকারাজ। রবিবার উইম্বলডনের হাই-ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই শীর্ষ খেলোয়াড়।
এর আগে শুক্রবার সেমিফাইনালে নিজেদের ম্যাচে দাপুটে জয় দিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন এবারের আসরের দুই শীর্ষ তারকা।

Link copied!