প্রতারকের পাল্লায় পড়ে বোল্টের ভল্ট ফাঁকা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৩, ০৯:১৮ এএম

প্রতারকের পাল্লায় পড়ে বোল্টের ভল্ট ফাঁকা

ছেলেখেলার মতো একের পর এক বিশ্বরেকর্ড গড়ে আবার ভেঙেছেন তিনি। জিতেছেন আটটি অলিম্পিক স্বর্ণপদক। এত সাফল্যের ও কষ্টের উপার্জন প্রতারকের পাল্লায় পড়ে হারালেন বিশ্বের দ্রুততম মানুষ উসাইন বোল্ট। একসাথে ১২ দশমিক ৭ মিলিয়ন ডলার অর্থ নিয়ে গেছে প্রতারকরা।

জ্যামাইকার একটি ফার্মে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বিশ্বের সাবেক দ্রুততম স্প্রিন্টার বোল্ট। কিন্তু এখন সেই অ্যাকাউন্ট কার্যত ফাঁকা। ফার্মটির পক্ষ থেকে সঠিক ব্যবস্থা না নেয়া হলে আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন বোল্টের আইনজীবী লিন্টন পি গর্ডন।

গর্ডন জানান, বোল্টের সারাজীবনের উপার্জনের অনেকটাই জমা ছিল ওই অ্যাকাউন্টে। অবসরের পরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছেন তিনি। আর্থিক প্রতারণার পরে তাঁর অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। মাত্র ১২ হাজার ডলার রয়েছে সেখানে। পুরো ঘটনাটি অত্যন্ত হতাশাজনক। আশা করি শান্তিপূর্ণভাবে ওই ফার্মটি সমস্ত অর্থ বোল্টকে ফিরিয়ে দেবে।

উল্লেখ্য, ফার্মটিতে এমনভাবে বোল্ট সমস্ত অর্থ জমা রেখেছিলেন, যা থেকে প্রতিমাসে পেনশন পান তিনি। পরিবারের দেখাশোনা করতেও এই ফান্ড থেকেই অর্থ নেন বোল্ট।

ইতিমধ্যেই এই প্রতারণার ঘটনা নিয়ে মুখ খুলেছে জ্যামাইকার আর্থিক সংস্থাটি। গত ১২ জানুয়ারি বিষয়টি নিয়ে বিবৃতি জারি করে কিংস্টনের স্টকস অ্যান্ড সিকিউরিটি লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানায়, সংস্থার এক প্রাক্তন কর্মী আর্থিক তছরুপ করেছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেইসাথে সম্পত্তি পুনরুদ্ধার করতেও উদ্যোগী হয়েছে তারা।

ঘটনাটি জানতে পেরে জ্যামাইকার অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, জঘন্য ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। ন্যায়ের প্রতিষ্ঠা হবেই।

Link copied!