২৪ অক্টোবর ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। যেকোনো বিশ্বকাপের মতই ব্যাপার এটা। আর স্বাভাবিকভাবে ভারত-পাকিস্তান-বাংলাদেশ তো বটেই। এখন দুবাইয়ে অনেক উত্তেজনা কাজ করছে। এখানে প্রচুর ভারত ও পাকিস্তানের মানুষের বাস। টিকিট বিক্রি শেষ করেছে অফিসিয়াল সাইট। কিন্তু কালো বাজারিদের হাতে পাওয়া যাচ্ছে। সে টিকিটের মূল্য ১ লাখ টাকার ওপরে চলে গেছে। কাল হয়তো ম্যাচের আগে আরো বেড়ে যেতে পারে দাম।
ইতোমধ্যে পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটার ও সংবাদ মাধ্যমের কথার লড়াই শুরু হয়েছে। ভারতকে এখনো বিশ্বকাপে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপ আসলেই ভারত জিতবে এটা সত্য হয়ে উঠেছে যেন। অবশ্য এবার এমন হবে না বলে জোর গলায় বলছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তিনি বলেছেন,‘ আমার কাছে মনে হচ্ছে এবার পাকিস্তান জিতবে।’ শোয়েব নিজেও তার ক্যারিয়ারে অনেক বার ভারতের মোকাবিলা করেছেন। বিশ্বকাপে পারেননি ভারতকে হারাতে।
আরো একবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। বাবর আজম না বিরাট কোহলি। কার মুখে হাসি ফুটবে সেটা দেখার অপেক্ষা এখন।