সাকিবের বিশ্বকাপ শেষ!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ০৫:৫৮ পিএম

সাকিবের বিশ্বকাপ শেষ!

বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে শারজায় হেরেছে টাইগাররা। ওই ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ হয় তাদের। এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই ওপেনিংয়ে খেলতে নামেন তিনি। ম্যাচের পর বাংলাদেশ দলকে ২ দিনের বিশ্রাম দেয় টিম ম্যানেজম্যান্ট। আর সাকিব ও নুরুল হাসান সোহানকে তদারকি করছে ডাক্তার। তবে বিশ্বকাপের দুটি ম্যাচ বাকি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ। কিন্তু সাকিবের যে চোট সেটা সেরে উঠতে সাকিবের যে চোট সেটা সারতে ৩ সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ রয়েছে ৪ নভেম্বর দুবাইয়ে। ফলে ধরে নেওয়া যায় সাকিবের বিশ্বকাপ মূলত শেষ!

গতকাল সাকিবকে ৪৮ ঘন্টা যাচাই করে দেখা হবে জানানো হয়েছিল। এই চোট নিয়ে খেললে বড় ঝুঁকির মধ্যে পরতে পারেন তিনি। এদিকে পাকিস্তান ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে। যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে সেহেতু সাকিব কি এতোবড় ঝুঁকি কি নেবেন? 

এদিকে সোহানকে নিয়েও শঙ্কা এখনো রয়েছে। পরবর্তী আপডেট হয়তো কাল জানা যেতে পারে। 

 

 

 

Link copied!