ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৮:০২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী অনুপস্থিত থাকায় পরীক্ষা উপনিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন।
গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর অনুপস্থিতিকালীন মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে প্রবীর কুমার সরকার বলেন, ‘বাহালুল হকের পরিবার জানিয়েছে, তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে তিনি নিয়মানুযায়ী ছুটি নিতে না পারায় অনুপস্থিত দেখিয়ে ছানাউল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একাধিক কর্মকর্তার মাধ্যমে জাোনা গেছে , পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
এদিকে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহ বলেন, ‘স্যার (বাহালুল হক চৌধুরী) না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে। তবে এই দায়িত্ব কত দিনের জন্য তা নির্দিষ্ট নয়।’
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য অংশ না নেওয়ায় গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে প্রবেশ করে হঠাৎ করেই মোনাজাত করে আলোচনায় আসেন বাহালুল হক চৌধুরী।