মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০২:৫০ পিএম

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ে’ পরিণত হয়ে প্রবল বেগে ধেয়ে আসছে। প্রবল বেগে আসা এই ঝড়ের কারনে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) মধ‌্যরাত থেকে বুধবার সন্ধ‌্যা নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ‌্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের এই সার্বিক পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!