ছুটিতে ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:১১ পিএম

ছুটিতে ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা

ঢাবিতে শীতকালীন ছুটি ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ত সংগৃহীত ছবি

শীতকালীন ছুটিতে ক্যাম্পাস ছেড়ে বাড়ির উদ্দেশে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত অনেক শিক্ষার্থী। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বাড়িতেও চলে গিয়েছে বেশ কয়েকদিন হলো। 

খোঁজ নিয়ে জানা যায়, ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল। ক্লাস এবং পরীক্ষা শেষে শীতকালীন ছুটি উপভোগ করতে হল ছেড়ে ঘরমুখী হচ্ছেন তারা। তবে চাকরিপ্রার্থী কিংবা যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের টিউশন অথবা কোনো রকমের ক্লাস বা পরীক্ষা বাকি আছে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতকালীন ছুটি শুরু হয়েছে গত ১৪ ডিসেম্বর থেকে এবং ছুটি থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ধারণা করা হচ্ছে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরেই একাডেমিক কার্যক্রম পুরোপুরিভাবে চালু হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হল পাড়া, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগের মতো ভিড় দেখা যাচ্ছে না। রাত-দিন যেখানে চায়ের আড্ডায় মেতে থাকে শিক্ষার্থীরা, সেই টিএসসি বা হলপাড়া এখন সন্ধ্যা পেরিয়ে রাত হতেই নীরব হয়ে যায়। চা-নাস্তার ভ্রাম্যমাণ দোকানদারের আনাগোনাও এখন আগের থেকে অনেক কম। হলের দোকানগুলোতেও বেচাকেনা কম বলে বাড়িতে পাড়ি জমিয়েছেন অনেক দোকানদার। বন্ধ হতে যাচ্ছে  হলের ডাইনিং বা মেসগুলোও।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কিছুদিন উত্তেজনাকর পরিস্থিতির পর, ক্লাস পরীক্ষা শেষে, শীতের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ তারা ধরে রাখতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল বলেন, গ্রামের বাড়িতে যেয়ে মায়ের হাতের পিঠা খাবো, ঘুরাঘুরি করবো, এখানে আর ভালো লাগছে না।

Link copied!