জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৪২ এএম

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন একজন শিক্ষক।

চারুকলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রীতিলতা হলের পোলিং অফিসার ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার বলেন, “আমি সাড়ে ৭টার দিকে সিনেট ভবনে যাই ভোট গণণার জন্য। জান্নাতুল আাসে ৮টার দিকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।”

ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার বলেন, “সকালে তাকে (জান্নাতুল ফেরদৌস) ভোট গণনার জন্য ডাকা হয়। এখানে আসার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এনামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, “সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।”

Link copied!