জাবির ভর্তি পরীক্ষা ৫ ইউনিটে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২২, ১০:৩০ পিএম

জাবির ভর্তি পরীক্ষা ৫ ইউনিটে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে ১০ ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ  জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি’কে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সাথে যুক্ত করে A ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ কে নিয়ে B, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট সহ কলা ও মানবিক অনুষদভূক্ত বিভাগগুলো নিয়ে C ইউনিট, জীববিজ্ঞান অনুষদকে D ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন-কে নিয়ে E ইউনিট করা হয়েছে।

Link copied!