জাবির উপাচার্য হলেন অধ্যাপক নুরুল আলম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৪:১১ পিএম

জাবির উপাচার্য হলেন অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক মোঃ নূরুল আলমকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য পদার্থবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী উপাচার্য পদে শর্তসাপেক্ষে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  উপাচার্য যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি পদ সংশ্লিষ্ট সব সুবিধা ভোগ করবেন।বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য  বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার মান নিশ্চিতে সকল অংশীজনদের নিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি আশা করছি সকলেই আমাকে এই কাজে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট দীর্ঘ আট বছর পর জাবিতে তিন সদস্যদের উপাচার্য প্যানেল নির্বাচন হয়। নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্রথম হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন।  ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও নতুন উপাচার্য মো. নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। 

এর আগে চলতি বছরের ১ মার্চ অধ্যাপক ড. নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয় এবং ১৭ এপ্রিল সাময়িক উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

Link copied!