শীঘ্রই আসতে যাচ্ছে রেড ডেড রিডেম্পশন ৩

শামস তারেক আজিজ

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৪:১৯ পিএম

শীঘ্রই আসতে যাচ্ছে রেড ডেড রিডেম্পশন ৩

সংগৃহীত ছবি

মার্কিন গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের প্যারেন্ট কোম্পানি ‘টেক টু’-এর সিইও নিশ্চিত করেছে, শীঘ্রই আসতে যাচ্ছে জনপ্রিয় গেম রেড ডেড রিডেম্পশনের ৪র্থ সংস্করণ ‘রেড ডেড রিডেম্পশন ৩’ (আরডিআর-৩)।

সম্প্রতি জেফারিজ ভার্চুয়াল গ্লোবাল কনফারেন্সের এক সাক্ষাৎকারে ‘টেক টু’ এর সিইও স্ট্রাস জেলনিক জেমস শেষ জেমস বন্ড মুভি নিয়ে কথোপকথনের এক পর্যায়ে জানান, “যদি এটি সত্যিই দুর্দান্ত হয় তবে এটি চলতে থাকবে। আমি জানি না আপনি এটি দেখেছেন কিনা, আমি এইমাত্র নতুন বন্ড চলচ্চিত্রটি দেখেছি, আপনি চাইবেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ড হোক। কিছু বড় বিনোদন ফ্র্যাঞ্চাইজি রয়েছে যা এই বিভাগে পড়ে, তবে তাদের অস্তিত্ব রয়েছে। এবং আমি মনে করি জিটিএ (GTA) ও রেড ডেড (Red Dead) তাদের মধ্যে একটি। আশা করি গেমগুলো সামনের দিনগুলোতে আসা চলতে থাকবে।”

রেড ডেড সিরিজের যাত্রা শুরু হয় ২০০৪ সালে ‘রেড ডেড রিভলভারের’ মাধ্যমে। ২০১০ সালে ‘রেড ডেড রিডেম্পশন’ মুক্তি পায়। কালক্রমে ২০১৮ সালে সিরিজের ৩য় গেম ‘রেড ডেড রিডেম্পশন ২’ মুক্তি পায়। গেমটি খুব কম সময়েই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রথমে প্লে স্টেশন-৪ ও এক্সবক্স ওয়ানের জন্য মুক্তি পেলেও ভক্তদের তুমুল সাড়ায় ২০১৯ সালে পিসি ভার্সন মুক্তি দেয় প্রতিষ্ঠানটি। এরপর থেকেই এর নির্মাতারা ‘রেড ডেড রিডেম্পশন ৩’ নিয়ে কাজ করার কথা ভাবছিলেন। যদিও আগামী বছর জিটিএ ৬ আসার কথা রয়েছে। তারপরই মুক্তি পেতে পারে আরডিআর ৩।

Link copied!