জুনিয়র এশিয়া কাপ হকিতে এক ম্যাচ জেতার পরেই হারল বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজের দল ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়ার কাছে।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে মালয়েশিয়া। প্রথম কোয়ার্টারে তিন গোলে এগিয়ে থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মালয়রা। আট মিনিটে আক্রমণ থেকে শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন (১-০)। মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ ইকবাল সুহাইমি (২-০)। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন (৩-০)। তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য গোলের দেখা পায়নি কোন দলই। তৃতীয় কোয়ার্টারে অবশ্য এক গোল শোধ দেয় বাংলাদেশ। ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আবদুল্লাহ (১-৩)।
মালয়েশিয়া আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শামিহ ইরফান সুহাইমি হ্যাটট্রিক করে লাল-সবুজ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে এসেছে একটি করে গোল (৫-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হার নিয়ে মাঠ ছাড়ে বাংলদেশ। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।