জুলাই ২৭, ২০২৩, ১২:৫৩ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। আজ সকালে প্রি-কোয়ালিফাইংয়ের (এশিয়া অঞ্চল) ড্র হয়েছে। সেখানে প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। দুই লেগের খেলা হবে। আর জিতলে দ্বিতীয় রাউন্ডে যাবে বাংলাদেশ।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে।
৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপে এশিয়া থেকে সর্বমোট ৯ টি দল অংশ নেবে। তাদের মধ্যে ৮টি দল সরাসরি বাছাই থেকে আর বাকি একটি দল যাবে প্ল-অফের মাধ্যমে। দুই লেগ মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে জিততে পারলেই বাংলাদেশ চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।
ফিফা র্যাংকিংয়ে মালদ্বীপের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে মালদ্বীপের অবস্থান ১৫৫তম আর বাংলাদেশ রয়েছে ১৮৯ নম্বরে।