বাংলাদেশে নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স সুপার লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আগামী মে মাসে শুরু হবে টুর্নামেন্টটি।
রবিবার (১৩ মার্চ) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাফুফে এবং কে স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন করে।
আয়োজনে বক্তারা বলেন, এশিয়া অঞ্চলে এ ধরনের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন এই প্রথম। এই লীগ পেশাদার ফুটবলে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ফুটবলের মতো একটি চ্যালেঞ্জিং খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে সাহসী তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। পরে টুর্নামেন্টের পুরো বিস্তারিত তুলে ধরেন কে স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম।
এছাড়াও চারবারের ফ্রিস্টাইল বিশ্বচ্যাম্পিয়ন পোল্যান্ড-এর আগুস্কা, অনুষ্ঠানে দারুণ শারীরিক ক্রীড়াশৈলী প্রদর্শন করেন এবং উপস্থিত দর্শকদের ব্যাপক আনন্দ দান করেন।
মাহফুজা আখতার কিরণ, উইমেন ফুটবল কমিটি চেয়ারম্যান (বাফুফে) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন্স এর চেয়ারপারসন, তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ উইমেন্স সুপার লীগ-এ সেরা নারী ফুটবলারদের কে একত্রে পেয়ে আমারা অত্যন্ত আনন্দিত।’
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা, জনপ্রিয় সংগীত শিল্পী ও চিরকুট ব্যান্ড এর দলনেতা শারমিন সুলতানা সুমি এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এর অধিনায়ক সাবিনা খাতুন অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্ণামেন্টে এর আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্ণামেন্টে-এর সফলতা কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া টুর্নামেন্ট আয়োজকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে টুর্ণামেন্টের সাফল্য কামনা করেন।
টুর্নামেন্টটি ইতিমধ্যে নারী ফুটবল খেলায়াড়দের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে, যারা স্বপ্ন দেখেন পেশাদার ফুটবল খেলার। বাংলাদেশ উইমেন্স সুপার লীগ নারী ফুটবলারদের জীবন মান উন্নয়নে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখবে বলা আশা করা হচ্ছে।
এছাড়াও আরও বক্তব্য দেন- বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী এমপি এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ,।