অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে দুরমুশ করল জুনিয়র টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ন’বারের মধ্যে আটবার এই প্রতিযোগিতার খেতাব এল ভারতে।
যশ ধুলদের দাপুটে জয় দেখে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই প্রেসিডেন্ট টুইটারে পোস্ট করা শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ‘এশিয়া কাপ জেতার জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। করোনার জন্য ১৫ মাস তারা কোনও প্রতিযোগিতমূলক ক্রিকেট খেলেনি। তারপরেও এমন সাফল্য সত্যিই অসাধারণ। প্লেয়ার, কোচ ও নতুন নির্বাচকরা দারুণ কাজ করেছে। সেজন্য তাদের ধন্যবাদ। এনসিএ’রও প্রশংসা করতে হবে।’
শুক্রবার দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। দলগত ৫৭ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কানদের। তবে ৩৩তম ওভারে বৃষ্টি নামলে খেলা দু’ঘণ্টা বন্ধ থাকে। এরপর ম্যাচের ওভারসংখ্যা কমিয়ে ৩৮ করা হয়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৬ রান তোলে শ্রীলঙ্কা। বল হাতে ভারতের ভিকি (৩-১১) ও কৌশল (২-২৩) নজর কেড়েছেন। ভারতীয় ইনিংসের মাঝপথেও ফের বৃষ্টিতে সময় নষ্ট হয়। তার জেরে পুনর্নির্ধারিত টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ১০২। মাত্র এক উইকেট খুইয়ে ৬৩ বল বাকি থাকতেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় নিশ্চিত করে ফেলে ভারত। আঙ্গক্রিশ রঘুবংশি ৫৬ ও শাইক রশিদ ৩১ রানে অপরাজিত থাকেন।