তুরস্কে খাদ্য ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ১১:১৪ পিএম

তুরস্কে খাদ্য ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত, একই সাথে তুর্কমেনিস্তান এবং জর্জিয়াতেও স্বীকৃত, মাসুদ মান্নান গতকাল সিআইএস-বিসিসিআইয়ের সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন এবং তার পরিচালনা পর্ষদের সাথে সিআইএস-বিসিসিআই কনফারেন্স রুমে বৈঠক করেন। বাংলাদেশ ও এই তিন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

খাদ্য ও কৃষি খাতে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য তুরস্ক, তুর্কমেনিস্তান এবং জর্জিয়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, যেহেতু এই বাজারগুলো আমাদের দেশে এখনো ব্যবহার করা হয়নি, তাই বাংলাদেশের ব্যবসায়ীরা জ্বালানি, খাদ্য ও কৃষি, নির্মাণ প্রধান খাতগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনুসন্ধান করতে পারে।

তিনি সিআইএস-বিসিসিআই-এর যেকোনো ব্যবসায়িক প্রতিনিধিকে এই দেশগুলিতে বাণিজ্য সমিতির পাশাপাশি পাবলিক সেক্টরের সাথে ব্যবসায়িক বৈঠক করার জন্য স্বাগত জানান এবং এ বিষয়ে তুরস্কের দূতাবাস ব্যবসায়িক প্রতিনিধিদলকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন। সিআইএস-বিসিসিআই সভাপতি রাষ্ট্রদূতের গতিশীল ভূমিকার প্রশংসা করে জানান যে, এই বছরে সিআইএস-বিসিসিআইয়ের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল উজবেকিস্তান, তুরস্ক এবং তুর্কমেনিস্তান সফর করবে এবং রাষ্ট্রদূতের কাছ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সিআইএস-বিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন,সহ-সভাপতি যাদব দেবনাথ, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, পরিচালক তৌহিদা সুলতানা, ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি, মোঃ এনামুল হক, সালমা হোসেন এ্যাশ, শেখ ফয়েজ আলম, আব্দুল লতিফ সরকার, কাসফিকুর রহমান এবং চেম্বারের সচিব মুস্তাফা মহিউদ্দীন উপস্থিত ছিলেন।  

Link copied!