ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টাকে জঙ্গি লিডার আখ্যা দেয়া হচ্ছে ও দেশে জঙ্গি তৎপরতার প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার, ০৮ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় তিনি এমন দাবি করেন।
শফিকুল আলম বলেন, ‘ইন্ডিয়ান মিডিয়া আর আওয়ামী লীগ মিলে ইউনূসকে জঙ্গি লিডার আখ্যা দিচ্ছে। আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া বিশ্ববাসীকে বলতে চাচ্ছে, এখানে কোন অভ্যুত্থান হয়নি, জঙ্গি কর্মকাণ্ড হয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘শেখ মুজিবের আমলে আমি নিজে ভাতের মাড় খেয়েছি। আওয়ামী লীগের ন্যারেটিভের বাইরে গ্রাফিতির বই গুরুত্বপূর্ণ। সব কিছুর ডক্যুমেন্টেশন করা হবে। ১৫ বছর লড়াই করা হয়েছে। সামনে আরও ১৫ বছর লড়াই করা হবে।’