রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে যারা হামলা করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’
সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলছে যে হাজার হাজার রাজবন্দী। আমি বলবো যে রাজবন্দী বলতে কেউ কারাগারে নেই। আছে বিএনপির অ্যাক্টিভিস্ট।’
তিনি আরও বলেন, ‘২০১৪ সালেও তারা (বিএনপি) একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচালের চেষ্টা করেছে। তবে ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’