জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস

পদকের আশা

স্পোর্টস ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৯:৫৭ পিএম

পদকের আশা

জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের ১৬তম আসরে অংশ নিতে আগামী ১২ জুন ভোর ৫টায় ঢাকা ছাড়বে, বাংলাদেশ স্পেশাল অলিম্পকস দলের ১১২ জন অ্যাথলেট ও কর্মকর্তারা।

বিকালে বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে, এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের আসরের ৯টি ইভেন্টে, ১০৭জন খেলোয়াড় অংশ নিবেন। তার মধ্যে শুধু ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে নারী দল। বাকি আটটি ইভেন্টে নারী ও পুরুষ দলের বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেট অংশ নিচ্ছে। গেলো আসরে ২২টি সোনা, ১০টি রূপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছিলো। এবার আরো বেশি পদক জয়ের লক্ষ্যের কথা জানান, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী। ১৭ থেকে ২৫ জুন বার্লিনে হবে এবারের আসর। যেখানে বাংলাদেশসহ, বিশ্বের ১৭০টি দেশের ৭ হাজার অ্যাথলেট, ২৪টি ইভেন্টে অংশ নিবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকসের ভাইস চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস ওয়াল্ড গেমস বাংলাদেশের হেড অব ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর আলম। সম্মানিত চেয়ারম্যান ডা: শামীমা মতিন চৌধুরী, জাতীয় পরিচালক জনাব ফারুকুল ইসলামসহ স্পেশাল অলিম্পিকস দলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‘২০১৯ সালে আবুধাবীতে বিশ্ব গেমসে আমরা স্বর্ণপদক জিতেছিলাম। এবারও সেই পদক ধরে রাখতে চাই’, মঙ্গলবার কথাগুলো বলেন স্পেশাল অলিম্পিকে জার্মানিগামী মেয়েদের হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার। অন্যবারের মতো নিয়মিত পদকের ডালি নিয়ে এবারও দেশে ফিরতে চান স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান ডা. শামীম মতিন চৌধুরী। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফি বারের মতো এবারও আমরা পদকের ঝাঁপি নিয়ে ফিরতে চাই।’  

Link copied!