বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর হতে চান সিলভারউড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ১২:৪২ এএম

বাংলাদেশের বিপক্ষে ভয়ঙ্কর হতে চান সিলভারউড

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজই শ্রীলঙ্কার নতুন কোচ ক্রিস সিলভারউডের প্রথম পরীক্ষা। ৪৭ বছরের কোচ তাঁর দলকে সাহসী হওয়ার উপদেশ দিলেন। তবে সাহসী হলেও আক্রমণাত্মক হতে বারণ করলেন তিনি। ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা দল। ২টি টেস্ট। প্রথম টেস্টটি চট্টগ্রামে (১৫ মে)। আর পরেরটি রয়েছে মিরপুরে (২৩ মে)। 

সাংবাদিক সম্মেলনে সিলভারউড বেশ আগ্রাসী। তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরেই ভাবছি কী ভাবে উন্নতি করা যায়। আমি চাইব দল ইতিবাচক চিন্তাভাবনা করুক। আমি চাই ওরা সাহসী হয়ে উঠুক। আমরা যদি সাহসী চিন্তা-ভাবনা করতে পারি তা হলে ডট বলের সংখ্যা কমবে এবং রানের গতি বাড়বে। যেটা হলে সব থেকে ভাল হবে। আমি দলের মধ্যে আত্মবিশ্বাস ভরে দিতে চাই। যাতে ওরা মাঠে নেমে বড় রানের ইনিংস গড়তে পারে।

বোলারদের আগ্রাসী হতে বলছেন সিলভারউড। তিনি বলেন, ‘আমি টেস্ট বোলারদের প্রথম ১২ বলে সব থেকে বেশি জোর দেখতে চাই। কারণ সবাই জানে প্রথম ১২ বলেই সব থেকে বেশি প্রভাব দেখানো সম্ভব। আমি বোলারদের মধ্যে শৃঙ্খলা আনতে চাই যাতে টেস্টে লম্বা স্পেলে বল করতে পারে তারা। ধীরে ধীরে সেটা হয়ে যাবে।

Link copied!